প্রকাশিত: Sat, Jun 17, 2023 8:41 PM
আপডেট: Mon, Jan 26, 2026 10:29 AM

ভিসানীতি আমাদের জন্য অপমানজনক: নজরুল ইসলাম

রিয়াদ হাসান: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এমন মন্তব্য করে বলেন, নিশিরাতে নির্বাচন করলে যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা দেবেই। দেশে সুষ্ঠু নির্বাচনে যারা বাধা সৃষ্টি করবে তাদের জন্যই যুক্তরাষ্ট্র ভিসানীতি দিয়েছে। যারা নিশিরাতে ভোট চুরি করে ক্ষমতায় আছে, এটা তো তাদের জন্য।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক স্মরণসভায় এমন মন্তব্য করেন তিনি। জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম শহিদ ডা. শাহ মাঈনুল আহসান চৌধুরী পিংকুর ৪৩তম মৃত্যবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভার আয়োজন করে শহীদ পিংকু স্মৃতি সংসদ, রাজশাহী।

নজরুল ইসলাম খান বলেন, কিছুদিন আগেই আওয়ামী লীগ বলেছে, বহির্বিশ্বের কেউ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেনি। অথচ ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে, এখন কেন আওয়ামী লীগ নেতারা চুপসে গেছে?

গোলাম রাব্বানী নাদিম হত্যার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে প্রাণ দিতে হলো। আমাদের দেশে কিছু মানবাধিকার সংগঠন আছে তারা এই বিষয়ে কিছুই বলল না। এতে বোঝা যাচ্ছে দেশের সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে।

বিএনপি এই নেতা আরো বলেন, নির্বাচন কমিশনই বলেন বা সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানই বলেন সব নষ্ট করে ফেলেছে। আর এটিই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ। লুটপাট এবং দুর্নীতির থেকেও আরো বড় অপরাধ হচ্ছে এসব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা।

নজরুল ইসলাম বলেন, এই দেশ ও দেশের জনগণ আওয়ামী লীগের কাছে কখনই নিরাপদ ছিল না। এরা গণতন্ত্রে বিশ্বাসী নয়, বাকশালে বিশ্বাসী। এরা একনায়কতন্ত্রে বিশ্বাসী। আর এরা একবার ক্ষমতায় এলেই ক্ষমতাকে চিরস্থায়ী করার বন্দোবস্ত করে। কিন্তু জনতার প্রতিরোধের মুখে সফল হতে পারে না আওয়ামী লীগ। সরকার যতই তালবাহানা করুক, ক্ষমতা তাদের ছাড়তেই হবে।

স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন আল রশিদ। সম্পাদনা: তারিক আল বান্না